- অংকের হর সবসময় নিচে থাকে।
- বৃহত্তম সংখ্যা যত সংখ্যার বলা হয় ততটা 9 (নয়) হয়।
- ক্ষুদ্রতম সংখ্যা যত সংখ্যার বলা হয় তখন প্রথম সংখ্যাটি 1 (এক) পরের ততটা 0 (শূণ্য) হয়। যেমন যদি বলা হয় ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা হবে ১00000 অর্থ্যাৎ প্রথম ১ ও বকী পাঁচটি 0 হবে।
- গড় করার নিয়মাবলীঃ
গড় অংক করার পূর্বে দেখতে হবে কতটি সংখ্যা দেওয়া হয়েছে। তারপর সবগুলো সংখ্যা যোগ করতে হবে। এবং যোগফলকে ততটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেমন ১০, ১১, ১৩, ১৫, ১৮ সংখ্যাগুলোর গড় বের করতে হবে। তাহলে প্রথমে দেখতে হবে কতটি সংখ্যা আছে, এখানে মোট পাচঁটি সংখ্যা আছে। সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে। ১০+১২+১৩+১৬+১৯= ৭০ যোগফল হল ৭০ তবে গড় বের করার জন্য এখন ৭০ কে মোট সংখ্যা ৫ দ্বারা ভাগ করতে হবে তাহলে ফলাফল হবে (৭০÷৫)=১৪ । সুতরাং ফলাফল হবে ১৪
আরও টিপস পেতে পরবর্র্তী লেকচার দেখ………
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন