ঐকিক নিয়ম আমাদের কাছে খুব কঠিন বলে মনে হয়। আসলে ঐকিক নিয়ম মোটেও কঠিন নয় ।
ঐকিক নিয়মে যে বিষয় গুলো লক্ষ করতে হবে সে গুলো হল, প্রথমে দেখতে হবে কীবের করতে বলা হয়েছে। কোন কোন অংকে কত দিন লাবে, কত জন লাগবে, কতটি লাগবে, ইত্যাদি চাওয়া হয়। তবে লক্ষনীয় বিষয় হল যা চাওয়া হবে তা সবার শেষে লিখতে হবে ।
যেমন, একটি তাবুতে সৈন্য ছিল ২৫ জন, তাদের খাবার ছিল ১৫ দিনের, ৫ দিন পর আর ৫ জন সৈন্য চলে গেল। তাহলে এখন তাবুতে কত দিনের খাবার আছে ?
এবার সমাধানের সময় লক্ষ রাখতে হবে সৈন্য চলে গেছে ৫ দিন পর, তাহলে মোট খাবার ছিল ১৫ দিনের, ৫ দিন পর পর খাবার থাকবে ১৫-৫=১০ দিনের । আর ৫ জন সৈন্য চলে যাওয়াতে এখন বর্তমানে সৈন্য আছে ২৫-৫ = ২০ জন,
আরেকটি লক্ষণীয় বিষয় হল এখানে ১০ দিনের খাবার আছে ২৫ জনের। এখানে যেহেতু কত দিনের খাবার আছে তা জানতে চাওয়া হয়েছে সুতরাং খাবারের কথাটি সবার শেষে থাকবে ।
তাহলে অংকটি হবে,
২৫ জন সৈন্যের খাবার আছে ১০ দিনের
১ „ „ „ „ ২৫*১০ „ = ২৫০
২০ „ „ „ „ ২৫০/২০ „
= ১২.৫ দিনের
মনে রাখতে হবে ২০ দিনের কত দিনের খাবার আছে তা জানার আগে অবশ্যই আমাদেরকে ১ জনের জন্য কত দিনের খাবার আছে তা জানকত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন