শনিবার, ২৩ এপ্রিল, ২০১১

ছাত্র ছাত্রদের জন্য জরুরি কিছু তথ্য ঃ

প্রত্যেকটি পড়া মুখস্ত করার অন্তত আধা ঘন্টা পর তা লেখার চেষ্টা কর।
২. যদি দেখ তুমি লিখতে পারছনা তাহলে পড়াটি পুনরায় দেখ।
৩. নিয়মিত লেখার অভ্যাস কর।
৪. শিক্ষক ও মা বাবার দেয়া পরামর্শ অনূসরন কর।
৫. জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত খেলাধূলা কম করার চেষ্টা কর।
৬. মুসলমানরা সালাম দাও।
৭. প্রত্যেকটি মানুষকে ভালবাস।

ঐকিক নিয়মের সহজ কিছু তথ্য ঃ

ঐকিক নিয়ম আমাদের কাছে খুব কঠিন বলে মনে হয়। আসলে ঐকিক নিয়ম মোটেও কঠিন নয় ।

     ঐকিক নিয়মে যে বিষয় গুলো লক্ষ করতে হবে সে গুলো হল, প্রথমে দেখতে হবে কীবের করতে বলা হয়েছে। কোন কোন অংকে কত দিন লাবে, কত জন লাগবে, কতটি লাগবে, ইত্যাদি চাওয়া হয়। তবে লক্ষনীয় বিষয় হল যা চাওয়া হবে তা সবার শেষে লিখতে হবে ।
     যেমন, একটি তাবুতে সৈন্য ছিল ২৫ জন, তাদের খাবার ছিল ১৫ দিনের, ৫ দিন পর আর ৫ জন সৈন্য চলে গেল। তাহলে এখন তাবুতে কত দিনের খাবার আছে ?

     এবার সমাধানের সময় লক্ষ রাখতে হবে সৈন্য চলে গেছে ৫ দিন পর, তাহলে মোট খাবার ছিল ১৫ দিনের, ৫ দিন পর পর খাবার থাকবে ১৫-৫=১০ দিনের । আর ৫ জন সৈন্য চলে যাওয়াতে এখন বর্তমানে সৈন্য আছে ২৫-৫ = ২০ জন,
     আরেকটি লক্ষণীয় বিষয় হল এখানে ১০ দিনের খাবার আছে ২৫ জনের। এখানে যেহেতু কত দিনের খাবার আছে তা জানতে চাওয়া হয়েছে সুতরাং খাবারের কথাটি সবার শেষে থাকবে ।

তাহলে অংকটি হবে,
     ২৫ জন সৈন্যের খাবার আছে ১০ দিনের
                              ২৫*১০ „ = ২৫০
        ২০                       ২৫০/২০
                                        = ১২.৫ দিনের

     মনে রাখতে হবে ২০ দিনের কত দিনের খাবার আছে তা জানার আগে অবশ্যই আমাদেরকে ১ জনের জন্য কত দিনের খাবার আছে তা জানকত হবে।

এই প্রতিষ্ঠানের বৈশিষ্ঠসমূহ ঃ

  1. নিয়মিত পড়া আদায় করা।
  2. নির্ধারিত বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে পাঠদান।
  3. আদব ও মানূষের প্রতি করণীয় সম্পর্কে জ্ঞান দান।
  4. সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা।
  5. ধর্মীয় জ্ঞান দান।
  6. পরামর্শ সহ অন্যান্য সুবিধা।

অংক বিষয়ে কিছু জরুরী তথ্য ঃ

  1. অংকের হর সবসময় নিচে থাকে।
  2. বৃহত্তম সংখ্যা যত সংখ্যার বলা হয় ততটা 9 (নয়) হয়।
  3. ক্ষুদ্রতম সংখ্যা যত সংখ্যার বলা হয় তখন প্রথম সংখ্যাটি 1 (এক) পরের ততটা 0 (শূণ্য) হয়। যেমন যদি বলা হয় ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা হবে ১00000 অর্থ্যাৎ প্রথম ১ ও বকী পাঁচটি 0 হবে।
  4. গড় করার নিয়মাবলীঃ
গড় অংক করার পূর্বে দেখতে হবে কতটি সংখ্যা দেওয়া হয়েছে। তারপর সবগুলো সংখ্যা যোগ করতে হবে। এবং যোগফলকে ততটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেমন ১০, ১১, ১৩, ১৫, ১৮ সংখ্যাগুলোর গড় বের করতে হবে। তাহলে প্রথমে দেখতে হবে কতটি সংখ্যা আছে, এখানে মোট পাচঁটি সংখ্যা আছে। সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে। ১০+১২+১৩+১৬+১৯= ৭০ যোগফল হল ৭০ তবে গড় বের করার জন্য এখন ৭০ কে মোট সংখ্যা ৫ দ্বারা ভাগ করতে হবে তাহলে ফলাফল হবে (৭০÷৫)=১৪ । সুতরাং ফলাফল হবে ১৪

আরও টিপস পেতে পরবর্র্তী লেকচার দেখ………

বুধবার, ২০ এপ্রিল, ২০১১

আমাদের ছাত্র সমূহের বিবরণ।

Version:1.0 StartHTML:000089 EndHTML:020325 StartFragment:000109 EndFragment:020307
2011
ID bvg ‡ivj bs ‡kÖYx ¯‹zj





22 mvBdzj Bmjvg 04 5g avgNi c~e© cvov cÖ_wgK we`¨vjq





23 Zvbfxi 01 5g avgNi c~e© cvov cÖ_wgK we`¨vjq





24 Ry‡qj 68 4_© avgNi c~e© cvov cÖ_wgK we`¨vjq





25 QyzgvBqv 07 3q avgNi c~e© cvov cÖ_wgK we`¨vjq






26 AvKwjgv 70 4_© avgNi c~e© cvov cÖ_wgK we`¨vjq





27 ivwng 40 3q avgNi c~e© cvov cÖ_wgK we`¨vjq





28 kvgxg
9g avgNi kvn& Kv‡Rg gv`ªvmv





29 cvi‡fR 37 10g ‡Kv¤úvbxMÄ D”P we`¨vjq





30 Kvgiæj
4_© avgNi c~e© cvov cÖ_wgK we`¨vjq





31 gxRvb
4_© avgNi c~e© cvov cÖ_wgK we`¨vjq





32 nvweev 80 4_© avgNi c~e© cvov cÖ_wgK we`¨vjq





33 wbcv
‡Kv¤úvbxMÄ D”P we`¨vjq





34 AbvwgKv
5g cÙv wKÛvi Mv‡W©b





35 gxg
3q avgNi c~e© cvov cÖ_wgK we`¨vjq